ঘরের ভেতর ঘর বানাইলি আমায় করে পর | Miththa bolar Shovab | Bangla Lyrical | BD LYRICS OFFICIAL
                   

New Bangla Sad Song 2019 | Nusrat Shifa | Official Song. Original Song Credit - Song: Miththa bolar Shovab Singer: Akash Mahmud Lyrics: Johurul Islam Joni Tune & Music: Akash Mahmud Level: Uro Communication Song : Miththa Bolar Shovab Singer : Nusrat Shifa Lyrics : Johurul Islam Joni Tune : Akash Mahmud Music : Khabir Babu Edit & Color : Prince Samsul Produced : Prince Samsul Label : Samsul Official




Song Lyrics: গানঃ ঘরের ভেতর ঘর বানাইলি, আমায় করে পর তোর রক্তে মিশা গেছে মিথ্যা বলার সভাব কোন দোষেতে ছাইড়া গেলি, দিবি কি তার জবাব..?? (২) বুকের ভেতর অনল আমার,ভাটার মতন জ্বলে রে তোর কারণে চোখ দুটি হায়, মোমের মতন গলে... চাইলাম তোর আলতো পরশ, দিয়া গেলি দাগ আমার থেকে তোরে, তুই কইরা নিলি ভাগ (২) ভালবাসার মন্দ এখন আমার অন্তরে, তোর মনেতে ভালবাসা উথলাইয়া পড়ে... ঘরের ভেতর ঘর বানাইলি, আমায় করে পর তোর অভাবে  উঠলো জাইগা মন নদীতে চড়... বুকের ভেতর অনল আমার,ভাটার মতন জ্বলে রে তোর কারণে চোখ দুটি হায়, মোমের মতন গলে... চাইলাম তোর আলতো পরশ, দিয়া গেলি দাগ আমার থেকে তোরে, তুই কইরা নিলি ভাগ (২) কোনোদিনও মনের ঘরে দিবো নাকো তালা, তোর জন্য চিরদিনই মনের দোয়ার খুলা...! চাতক পাখির মত মনটা ভাবে নয় ছয়, এক সাথে ঘুমাবো বলে,আজও জেগে রই.! বুকের ভেতর অনল আমার,ভাটার মতন জ্বলে রে তোর কারণে চোখ দুটি হায়, মোমের মতন গলে... চাইলাম তোর আলতো পরশ, দিয়া গেলি দাগ আমার থেকে তোরে, তুই কইরা নিলি ভাগ (২) #ঘরেরভেতরঘরবানাইলি #GhorerVitorGhorBanaili #MiththaBolarShovab #BdLyricsTv #BanglaSadSong